সংগঠন পরিচিতি


১. খেলাফত আন্দোলন খেলাফতে রাশেদার আদর্শে রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য, দ্বীনদার ও আদর্শ সুনাগরিক গড়ে তোলার উদ্দেশ্যে ব্যাপক তালীমি ও তরবিয়াতী কর্মসূচী গ্রহণ করবে এবং যোগ্য মুত্তাক্বী ব্যক্তিদের নির্বাচিত হওয়ার নিশ্চয়তা বিধানকল্পে বর্তমান নির্বাচন পদ্ধতির আমূল সংস্কারের চেষ্টা চালাবে।

২. কুরআন-সুন্নাহর আলোকে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার সাধন করে বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থার ব্যাপক প্রসারের মাধ্যমে বিভিন্ন পেশায় সুদক্ষ, চরিত্রবান নাগরিক গড়ে তুলবে এবং বেকার সমস্যা সমাধানের উপায় উদ্ভাবন করবে। 

৩. পুঁজিবাদী শোষণমূলক অর্থব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে পেশাজীবি মেহনতী মানুষের অংশীদারিত্বের মাধ্যমে শোষণহীন অর্থব্যবস্থা প্রবর্তন করবে। সুদ, ঘুষ, অপব্যয়, দুর্নীতি, কালোবাজারী, জুয়া, হাউজী, ভেজাল, জালিয়াতী ও ভোগ-বিলাসের সকল পথ বন্ধ করে প্রতারণামূলক সুবিধা ভোগের সকল সুযোগ রহিত করবে এবং বায়তুল মাল কায়েম করে নিঃস্ব, পঙ্গু, এতিম, বেকার ও বিধবাদের ভাতা প্রদানের ব্যবস্থা করবে। 

৫. কুরআন-সুন্নাহর আলোকে বর্তমান বিচার ব্যবস্থার আমূল সংস্কার সাধন করে ইনসাফ ভিত্তিক সহজ ও দ্রুত বিচারব্যবস্থা চালু করবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। 

৬. রাষ্ট্রের সকল ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় স্বাধীনতা, সার্বিক নিরাপত্তা এবং সমাজিক ও রাজনৈতিক অধিকারের নিশ্চয়তা বিধান করবে। 

৭. আন্তর্জাতিক বিশ্বে আল্লাহর খেলাফত কায়েমের লক্ষ্যে মুসলিম বিশ্বে খেলাফত আন্দোলনের তৎপরতাকে সম্প্রসারিত ও সাফল্যমণ্ডিত করার জোর প্রয়াস অব্যাহত রাখবে। এবং মজলুম মানবতার মুক্তি সংগ্রামে যথাসাধ্য সহায়তা প্রদান করবে। 

৮. বিদেশী পণ্যের আমদানী সংকুচিত করে দেশজ শিল্পোৎপাদনে উৎসাহিত করার মাধ্যমে দেশকে অর্থনীতির উন্নয়নের পথে এগিয়ে নিবে। 

৯. পুঁজিবাদী গণতন্ত্রের প্রবঞ্চনা ও সমাজতন্ত্রের তথাকথিত সাম্যবাদের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর বান্দাদের আল্লাহর দেয়া মানবাধিকার ফিরিয়ে দিয়ে শাসক ও শাসিতের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করবে। 

১০. দেশের বিভিন্ন পেশার মানুষদের সংগঠিত করে সকল পেশায় ইসলামী আদর্শের প্রতিফলন ঘটানোর ব্যবস্থা করবে। 

১১. জাতীয় প্রতিরক্ষা মজবুত ও শক্তিশালী করার লক্ষ্যে দেশের পনের হতে চল্লিশ বছরের সকল সক্ষম নাগরিককে ইসলামের আলোকে সামরিক শিক্ষা প্রদান করবে। 

১২. ইসলামী নীতিমালার ভিত্তিতে কৃষি উপকরণ সরবরাহ, কৃষকদের বিনা সুদে ঋণদান ও উৎপন্ন দ্রব্যের ন্যায্য মূল্য প্রদানের নিশ্চয়তা বিধান করবে। 

১৩. আয়কর ও শুল্কনীতির সংস্কার করে কুরআন-সুন্নাহর আলোকে সকল কর ব্যবস্থা পুনঃবিন্যাস করবে। 

১৪. মাতৃজাতির যথাযথ মর্যাদা এবং শরীয়ত কর্তৃক প্রদত্ত তাদের সর্বপ্রকার অধিকারের নিশ্চয়তা বিধান করবে।

 ১৫. আল্লাহ পাকের সার্বভৌমত্ব ও জাতীয় স্বাধীনতা অক্ষুন্ন রেখে সমমর্যাদার ভিত্তিতে বিশ্বের সকল শান্তিকামী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে এবং আল্লাহর সার্বভৌমত্ত¡ ও স্বাধীনতার প্রতি অমর্যাদাকর যেকোন মৈত্রী চুক্তি বাতিল করবে। বিশেষতঃ মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক সুদৃঢ় করে পারস্পরিক ও সম্মিলিত উন্নতির পরিকল্পনা গ্রহণ করবে।