সংগঠন পরিচিতি


কর্মীদের দৈনন্দিন কর্মসূচী

=> পাঁচ ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করা এবং তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা। 
    নিয়মিত কুরআন শরীফ তিলাওয়াত করা ও দ্বীনী বই পুস্তক অধ্যয়ন করা। 
    শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত শরীর চর্চা অব্যাহত রাখা।
    রিযকে হালালের জন্য কঠোরভাবে যতœবান থাকা। 
    নিয়মিত খেলাফত আন্দোলনের বই-পুস্তক ও পত্র-পত্রিকা পড়া।
    অল্প হলেও প্রত্যহ কিছু দান করা কিংবা কারো উপকার করা। 
    পাড়া-প্রতিবেশী ও খেলাফত আন্দোলনের নেতা-কর্মী ভাইদের যথাসম্ভব খোঁজ-খবর নেয়া।
    নিয়মিত পরিবারের কাজের হিসাব নেয়া ও রাতে শোয়ার আগে মোহাসাবায়ে নফস (আত্ম পর্যালোচনা) করা।


সাপ্তাহিক কর্মসূচী 

    সাপ্তাহিক বৈঠকে হাজির হওয়া এবং কর্মতৎপরতার রিপোর্ট প্রদান করা। 
    প্রতি শুক্রবার জুমার নামাযের  আগে বা পরে ইকামতে দ্বীন তথা খেলাফত প্রতিষ্ঠা বিষয়ে কুরআন ও হাদীসের ভিত্তিতে সংক্ষিপ্ত আলোচনা সভার ব্যবস্থা করা। 
    সপ্তাহে অন্তত একজনকে খেলাফত আন্দোলনে শরীক করা।
    খেলাফত আন্দোলন সম্পর্কিত কমপক্ষে একটি বই পড়ে শেষ করা।


মাসিক কর্মসূচী

    সংগৃহিত সদস্য, শুভাকাঙ্খী ও সর্বসাধারনকে নিয়ে মাসিক ইজতিমা করা এবং সুন্নাতী হেদায়েত ও জিহাদী  প্রেরণা হাসিল করা।  
    মাসিক চাঁদা নিয়মিত আদায় করা এবং সুষ্ঠু হিসাব সংরক্ষণ করা। আয়ের এক পঞ্চমাংশ কেন্দ্রে প্রেরণ করা।
    প্রত্যেক শাখায় দায়িত্বশীলগণ মাসিক বৈঠক অবশ্যই করবে। 

 

বার্ষিক বিশেষ কর্মসূচী

    ঈদ উপলক্ষে পাড়া-প্রতিবেশী ও গরীব-দুঃখীদের খোঁজ-খবর নেয়া এবং যাকাত, ফিতরা ও কুরবানীর চামড়া সংগ্রহ করে বায়তুল মালের মাধ্যমে গরীব-দুঃখীদের মাঝে বিতরণ করা।
    যার উপর হজ্জ ফরয হয়েছে, তাঁর হজব্রত পালন করা এবং যাদের উপর যাকাত, ফিতরা ও কুরবানী ওয়াজিব হয়েছে, তাদের যথাযথভাবে তা আদায় করা। 
    কেন্দ্রে মাসিক ও বার্ষিক চাঁদা প্রেরণ করা।
    কেন্দ্র থেকে ঘোষিত দাওয়াতী মাস পালন করা।